বাংলাদেশ কারিগরি শিক্ষা অদিদপ্তরের অধীনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ টি পদের বিপরীতে ৫৩৩ জনকে চাকুরী দেওয়ার জন্য কারিগরি শিক্ষা অদিদপ্তর চাকুরীর সার্কুলার প্রকাশ করেছে।আগ্রহীদের আগামী ৩১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য কারিগরি শিক্ষা অদিদপ্তর আহবান জানিয়েছেন।কারিগরি শিক্ষা অদিদপ্তরে চাকুরীর আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য বিস্তারিত নিচে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিতে এবং টেক্সটে পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের নামঃ কারিগরি শিক্ষা অদিদপ্তর
পদের নাম এবং গ্রেড
- ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম) (গ্রেড-১১)
- লাইব্রেরিয়ান (গ্রেড-১৩)
- লাইব্রেরিয়ান (গ্রেড-১৪)
- হিসাব রক্ষক (গ্রেড-১৪)
- ইউডিএ কাম একাউন্টেন্ট (গ্রেড-১৫)
- এলডিএ কাম স্টোরকিপার (গ্রেড-১৬)
- সহকারী কাম স্টোরকিপার (গ্রেড-১৬)
- অফিস সহকারী কাম স্টোরকিপার (গ্রেড-১৬)
- এলডিএ কাম টাইপিস্ট (গ্রেড-১৬)
- সহকারী কাম টাইপিস্ট (গ্রেড-১৬)
- কেয়ারটেকার (গ্রেড-১৬)
- ক্রাফট ইন্সট্রাক্টর (শপ) (গ্রেড-১৭)
- ক্রাফট ইন্সট্রাক্টর (ল্যাব) (গ্রেড-১৭)
- অফিস সয়াহক (গ্রেড-২০)
- অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)
পদের সংখ্যা (সর্বমোট ৫৩৩ টি পদ)
- ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম)-৫৫ টি পদ
- লাইব্রেরিয়ান-২৩ টি পদ
- লাইব্রেরিয়ান-১৫ টি পদ
- হিসাব রক্ষক-০৯ টি পদ
- ইউডিএ কাম একাউন্টেন্ট-০৯ টি পদ
- এলডিএ কাম স্টোরকিপার-২৫ টি পদ
- সহকারী কাম স্টোরকিপার-১০ টি পদ
- অফিস সহকারী কাম স্টোরকিপার-১৭ টি পদ
- এলডিএ কাম টাইপিস্ট-০১ টি পদ
- সহকারী কাম টাইপিস্ট-০৫ টি পদ
- কেয়ারটেকার-২৩ টি পদ
- ক্রাফট ইন্সট্রাক্টর (শপ)-৩৯ টি পদ
- ক্রাফট ইন্সট্রাক্টর (ল্যাব)-০৮ টি পদ
- অফিস সয়াহক-২২৪ টি পদ
- অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী-৭০ টি পদ
চাকুরীর ধরনঃ সরকারী অস্থায়ী চাকুরী
চাকুরীর স্থানঃ বাংলাদেশের যেকোনো স্থানে
বেতনঃ চাকুরীর সার্কুলারে বিস্তারিত পাওয়া যাবে
বয়সঃ আগ্রহীদের ০৭ জানুয়ারিতে বয়স ১৮-৩০ বছর হতে হবে,তবে বিশেষ ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত
শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতাঃ চাকুরীর সার্কুলারে বিস্তারিত পাওয়া যাবে
আবেদন করার পদ্ধতিঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
প্রার্থীর ধরনঃ নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
কোন কোন জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেঃ চাকুরীর সার্কুলারে বিস্তারিত পাওয়া যাবে
আবেদন ফিঃ টেলিটক সিমের মাধ্যমে ১-১৩ নং পদের জন্য ১১২ টাকা এবং ১৪-১৫ নং পদের জন্য ৫৬ টাকা আবেদন ফরম পুরন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে
প্রয়োজনীয় অতিরিক্ত ডকুমেন্টসঃ আবেদন করার সময় ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করে দিতে হবে
আবেদন করার সর্বশেষ তারিখঃ আগামী ৩১ জানুয়ারি ২০২১ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন করতে নিচের Apply Now বাটনে ক্লিক করে আবেদন পত্র জমা দিতে হবে