বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন পদে ২৪৬ জনকে নিয়োগ দেওয়ার জন্য চাকুরীর সার্কুলার প্রকাশ করা হয়েছে।আগ্রহহিদের আগামী ১৬ জানুয়ারি ২০২১ তারিখ থেকে ২২ জানুয়ারি ২০২১ তারিখের মধ্য আবেদন করার জন্য আহবান করা হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন পদে ২৪৬ জনকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য নিচে বিস্তারিত পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের নামঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
পদের নাম
- ইমাম/আরটি (পুরুষ)
- মুয়াজ্জেম (পুরুষ)
- অফিস সহকারী (পুরুষ)
- মিডওয়াইফ (মহিলা)
- সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)
- গ্রিজার (পুরুষ)
- সুকানি (পুরুষ)
- কার্পেনটার (পুরুষ)
- টেইলর (পুরুষ)
- লিফট অপারেটর (পুরুষ)
- অফিস সহায়ক(এমএলএসএস) (পুরুষ)
- প্লাম্বার (পুরুষ)
- বুট মেকার (পুরুষ)
- মালী (পুরুষ)
- বাবুর্চি (পুরুষ)
- পরিছন্নতা কর্মী (পুরুষ)
- পরিছন্নতা কর্মী (মহিলা)
- মেসওয়েটার (পুরুষ)
- আয়া (মহিলা)
পদের সংখ্যা (সর্বমোট ২৪৬ টি পদ)
- ইমাম/আরটি (পুরুষ)- ৩ টি পদ
- মুয়াজ্জেম (পুরুষ)-১ টি পদ
- অফিস সহকারী (পুরুষ)-২১ টি পদ
- মিডওয়াইফ (মহিলা)-৩ টি পদ
- সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)-৫ টি পদ
- গ্রিজার (পুরুষ)-৪ টি পদ
- সুকানি (পুরুষ)-১৮ টি পদ
- কার্পেনটার (পুরুষ)-৪ টি পদ
- টেইলর (পুরুষ)-৩ টি পদ
- লিফট অপারেটর (পুরুষ)-১ টি পদ
- অফিস সহায়ক(এমএলএসএস) (পুরুষ)-৮ টি পদ
- প্লাম্বার (পুরুষ)-৩ টি পদ
- বুট মেকার (পুরুষ)-৪ টি পদ
- মালী (পুরুষ)-১০ টি পদ
- বাবুর্চি (পুরুষ)-১০৩ টি পদ
- পরিছন্নতা কর্মী (পুরুষ)-৩১ টি পদ
- পরিছন্নতা কর্মী (মহিলা)-০৮ টি পদ
- মেসওয়েটার (পুরুষ)-১২ টি পদ
- আয়া (মহিলা)-০২ টি পদ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৪৬ জনের চাকুরীর সার্কুলার (নিচের ছবি বড় করে দেখতে ছবির উপরে চাপ/ক্লিক করতে হবে)
চাকুরীর ধরনঃ সরকারী চাকুরী
চাকুরীর স্থানঃ বাংলাদেশের যেকোনো স্থানে
বেতনঃ সরকারী বিধি মোতাবেক এবং অন্যান্য সুবিধাসমুহ উপরের চাকুরীর সার্কুলারে পাওয়া যাবে
বয়সঃ উপরের চাকুরীর সার্কুলারের ছবিতে পাওয়া যাবে
শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতাঃ উপরের চাকুরীর সার্কুলারের ছবিতে পাওয়া যাবে
আবেদন করার পদ্ধতিঃ এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে
প্রার্থীর ধরনঃ নারী পুরুষ উভয় প্রার্থীগন আবেদন করতে পারবেন
কোন কোন জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেঃ বাংলাদেশের সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন
আবেদন ফিঃ উপরের চাকুরীর সার্কুলারের ছবিতে পাওয়া যাবে
প্রয়োজনীয় অতিরিক্ত ডকুমেন্টসঃ উপরের চাকুরীর সার্কুলারের ছবিতে পাওয়া যাবে
আবেদন করার সর্বশেষ তারিখঃ আগ্রহহিদের আগামী ১৬ জানুয়ারি ২০২১ তারিখ থেকে ২২ জানুয়ারি ২০২১ তারিখের মধ্য আবেদন করতে হবে।