নাবিক এবং এমওডিসি পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ নৌ বাহিনী নতুন চাকুরীর সার্কুলার প্রকাশ করেছে।আগ্রহীদের আগামী ২৮ ফেব্রিয়ারি ২০২১ তারিখের মধ্য আবেদন পক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।বাংলাদেশ নৌ বাহিনীতে নাবিক এবং এমওডিসি পদের আবেদন করার সকল প্রকার নিয়মাবলী এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিচে বিস্তারিত পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ নৌবাহিনী
প্রতিষ্ঠানের ওয়েবসাইটঃ joinnavy.navy.mil.bd
জব লোকেশনঃ বাংলাদেশ এর যেকোনো স্থানে
পদের সংখ্যাঃ নিচের ছবি থেকে চাকুরীর সার্কুলার দেখুন
চাকুরীর ক্যাটেগরিঃ ডিফেন্স চাকুরী
কারা আবেদন করতে পারবেঃ নিচের ছবি থেকে চাকুরীর সার্কুলার দেখুন
বেতনঃ সরকারী বিধি মোতাবেক
আবেদন ফিঃ নিচের ছবি থেকে চাকুরীর সার্কুলার দেখুন
শিক্ষাগত যোগ্যতাঃ নিচের ছবি থেকে চাকুরীর সার্কুলার দেখুন
আবেদন শুরুর তারিখঃ নিচের ছবি থেকে চাকুরীর সার্কুলার দেখুন
আবেদনের সর্বশেষ তারিখঃ ২৮ ফেব্রিয়ারি ২০২১
বাংলাদেশ নৌ বাহিনীতে নিয়োগ পাবার ক্ষেত্রে নিচের সাবধানতা গুলো অনুসরন করুনঃ
১/ কোন ব্যাক্তি চাকুরীর দেওয়ার বিনিময়ে আপনার নিকট টাকা দাবি করলে আপনি নিশ্চিত থাকুন আপনি প্রতারিত হচ্ছেন
২/ বাংলাদেশ নৌ বাহিনীতে নাবিক ভর্তি শুধুমাত্র চাকুরীর সার্কুলারে উল্লেখিত তারিখ,সময় এবং নির্দিষ্ট স্থানেই হয়ে থাকে,অন্য কোন জায়গায় হয়ে থাকলে আপনি নিশ্চিত থাকুন আপনি প্রতারিত হচ্ছেন
৩/ প্রাথমিক নির্বাচন,লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন একইদিনে সবার সম্মুখে অনুষ্ঠিত হয়,সুতরাং এই অবস্থায় আর্থিক লেনদেনের কোন সুযোগ নাই
৪/ চাকুরীর সার্কুলারে প্রকাশিত স্থান এবং তারিখ ব্যাতিত কেউ আপনার নিয়োগ পরীক্ষা নিতে চাইলে আপনি নিশ্চিত থাকুন আপনি প্রতারিত হচ্ছেন
৫/ নিজ জেলা ব্যাতিত অন্য কোন জেলার ভুয়া কাগজ পত্র দেখে চাকুরীতে প্রবেশ করলে পরে যখনই ধরা পড়বেন তখনই চাকুরীচূত করা হবে
৬/ প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ রিক্রুটিং অফিসার/অথবা আপনার নিকটতম নৌ বাহিনীর নৌ পুলিশকে অথ নৌ বাহিনীর ফোন নাম্বারে অবহিত করুন।নৌ-বাহিনীর ফোন নাম্বারঃ ০২-৯৮৩৬১৪১-৯ (02-9836414-9) বর্ধিত এবং ০১৭১১-৮৯০০৫৪ (01711-890054) অথবা ডায়াল করুন ২১৪৮ (2148) এই নাম্বার।
৭/ যেকোনো প্রকার সুপারিশ বাংলাদেশ নৌ বাহিনীতে যোগ দেওয়ার জন্য অযোগ্যতা বলে ধরে নেওয়া হবে
৮/ চাকুরীতে যোগদানের পূর্বে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে/থাকলে পরবর্তীটিতে কঠিন ব্যাবস্থা গ্রহন করা হবে