চাকুরীর খবর ডেস্কঃ তিনটি পদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়ার জন্য নতুন চাকুরীর সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।আবেদন করতে আগ্রহীদের আগামী ১১ মে ২০২১ তারিখের বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে আবেদন পক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।নিয়োগ সংক্রান্ত সকল প্রকার তথ্য নিচে বিস্তারিত পাওয়া যাবে।
পদের নামঃ
১। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-ফিক্সড উইং
২। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-রােটর উইং
৩। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-ফ্লাইং স্কুল
শিক্ষাগত যোগ্যতাঃ
১। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-ফিক্সড উইংঃ এইচ এস সি (বিজ্ঞান) অথবা সমমান।
আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা: বর্তমান অথবা অতীতে প্রাপ্ত Airlines Transport Pilot Licence (ATPL) সিভিল বা মিলিটারী Fixed wing এয়ারক্রাফট-এ |Pilot-in-command হিসেবে ন্যূনতম ৭০০০:০০ ঘণ্টার অভিজ্ঞতা। যে কোন অনুমােদিত এয়ারলাইন্স/মিলিটারী Instructor pilot/Check pilot/Designated Check Pilot হিসেবে অভিজ্ঞতা।
২। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-রােটর উইংঃ এইচ এস সি (বিজ্ঞান) অথবা সমমান।
আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা: বর্তমান অথবা অতীতে প্রাপ্ত Commercial Pilot’s Licence (CPL) এবং সিভিল বা মিলিটারী হেলিকন্টারে Pilot-in-command হিসেবে ন্যূনতম ৩০০০:০০ ঘণ্টার অভিজ্ঞতা। যে কোন অনুমােদিত এয়ারলাইন্স/মিলিটারী Instructor Pilot/Check Pilot e Designated Check Pilot হিসেবে অভিজ্ঞতা।
৩। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-ফ্লাইং স্কুলঃ এইচএসসি (বিজ্ঞান) অথবা সমমান।
আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা: বর্তমান অথবা অতীতে প্রাপ্ত Airlines Transport Pilot Licence (ATPL) Commercial Pilot License (CPL) সিভিল বা মিলিটারী Fixed wing এয়ারক্রাফট এ Pilot-in-command হিসেবে ন্যূনতম ৫০০০:০০ ঘষ্টার অভিজ্ঞতা। যে কোন অনুমােদিত এয়ারলাইন্স /ফ্লাইংস্কুল/মিলিটারী Pilot/Check Pilot/Designated Check Pilot হিসেবে অভিজ্ঞতা।
বেতনঃ
১। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-ফিক্সড উইংঃ ১,৬২,০০০ টাকা।
২। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-রােটর উইংঃ ১,২৪,৫০০টাকা।
৩। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-ফ্লাইং স্কুলঃ ১,১৮,৯২০টাকা।
আবেদন করার পদ্ধতি এবং নিয়মাবলীঃ
প্রার্থীকে চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯ বরাবর আবেদন করতে হবে। আবেদন শুরুর সময় ৩ এপ্রিল ২০২১ তারিখ সকাল ০৮:০০ টা থেকে আবেদন করা যাবে।আবেদনের শেষ সময় ১১ মে ২০২১ তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
Leave a Reply