চাকুরীর খবর ডেস্কঃ বেশকিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়ার জন্য নতুন চাকুরীর সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।আগ্রহীদের আগামী ০৫ মে ২০২১ তারিখ থেকে অনলাইনেরমাধ্যমে নিচে বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদন সম্পন্ন করার জন্য আহ্বান করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী আবেদন করার জন্য দরকারি সকল তথ্য নিচে পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সেনাবাহিনী
শারীরিক যোগ্যতাঃ
পুরুষ প্রার্থীঃ
১। উচ্চতাঃ ১.৬৩ মিটার (৫ফুট ৪ ইঞ্চি)
২। ওজনঃ ৫৪কেজি( ১২০ পাউন্ড)
৩। বুকঃ স্বাভাবিক ০.৭৬মিটার (৩০ইঞ্চি), স্ফী০.৮১মিটার (৩২ইঞ্চি)।
মাহিলা প্রার্থীঃ
১। উচ্চতাঃ ১.৫৭ মিটার (৫ফুট২ ইঞ্চি)
২। ওজনঃ ৪৭কেজি(১০৪ পাউন্ড)
৩। বুকঃ স্বাভাবিক০.৭১ মিটার (২৮ইঞ্চি), স্ফী০.৭৬মিটার (৩০ইঞ্চি)।
শিক্ষাগত যোগ্যতাঃ
জাতীয় মাধ্যম -মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট / সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ -৫.০০ও অন্যাটিতে জিপিএ -৪.৫০পেয়ে উত্তীর্ণ।
আবেদন করার পদ্ধতি এবং নিয়মাবলীঃ
০৫ মার্চ ২০২১ তারিখ হতে শুধুমাত্রা অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী আগ্রহী প্রার্থীরা (modc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। প্রাথামিক নির্বাচনী ও মীেখিক পরীক্ষা আগামী ৩০ মে ২০২১ হতে ০৩ জুন ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাস অনুঠিত হবে। আবেদন শেষ তারিখ ২২ মে ২০২১ । পরিচালক পাসোনেল ত্র্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর ত্র্যাডজুটেন্টে জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা দেনানিবাস।
Leave a Reply