চাকুরীর খবর ডেস্কঃ বাংলাদেশ বিমানবাহিনীতে এমওডিসি (এয়ার) পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য নতুন চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আগ্রহীদের নিম্নে উল্লেখিত শর্তসমুহ পূরণ সাপেক্ষে আগামী ০৮ মে ২০২১ তারিখের মধ্য অনলাইনের মাধ্যমে আবেদন পক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ বিমানবাহিনী
যোগ্যতা নাগরিকত্বঃ বাংলাদেশী পুরুষ নাগরিক ।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-২.০০।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত তালাকপ্রাপ্ত নয়।
বয়সঃ ১৬ হতে ২১ বৎসর ০৩-১০-২০২১ তারিখে।
উচ্চতাঃ কমপক্ষে ৫ ফুট -৬ ইঞ্চি (১৬৭.৬৪সেমি)
বুকের মাপঃ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি । প্রসারণ ২ ইঞ্চি। ওজনঃ বয়স ও উচতা অনুযায়ী।
চোখঃ ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ।
পরীক্ষায় বিষয় বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা এসএসসি/সমমান ডাক্তারী পরীক্ষা মৌখিক পরীক্ষ। বি.দ্র. পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, স্মার্ট ওয়াচ/ওয়াচ ও ক্যালকুলেটর ইত্যাদি) এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ।
সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদন নিয়লাবালী অনলাইন সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে Apply Now-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রশন করে অনলাইন পদ্ধতিত ১৫/- পরিশোধ করা হলে রেজিস্ট্রশন মোবাইল নম্ব্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে । এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে Login -এ ক্লিক করে অনলাইনে আবেদনপ্ত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আব্দনপ্ত্র প্রাথমিক সনদের ফটোকপিসহ বিমান বাহিনী ত্থ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
প্রয়োজনীয় ছবি ও অন্যান্য সনদঃ
১। সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদ প্রশংসাপ্ত্র এবং নম্বরপ্ত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে । উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ / মিউনিসিপ্রাল চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার অথবা ৯ম বা তদুধ গ্রেডের সরকারি কর্মকর্তার নিকট হতে আনাতে হবে।
৩। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও কলারসহ হতে হবে)
৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল /প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার অনুমতিপত্র ।
৬। স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধনজাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফেটোকপি।
৭। প্রযোজ্য ক্ষেত্রে দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি ।
৮। বর্তমান ঠিকানাসহ ৯x৪ ইঞ্চি আকারের একটি ফেরত খাম।
আনলাইনে আবেদনের সময়সীমাঃ ০২ মে থেকে ০৮ মে ২০২১
পরীক্ষা কেন্দ্র ও সময়সূচীঃ
বিভাগ জেলাঃ সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য।
পরীক্ষা কেন্দ্রঃ বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫
লিখিত,স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার সময়সূচীঃ ০৬ জুন ২০২১ থেকে পযাক্রমে সময়সূচী যথাসময়ে www.joinbangladeshairforce.mil.bd এবং www.baf.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বেতন ও ভাতাঃ প্রশিক্ষণকালীন ৮৮০০/-।
বিঃদ্রঃ মানিকগঞ্জ,মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, বগুড়া, বান্দরবান, কক্সবাজার , খাগড়াছড়ি, লক্ষীপুর, রাঙ্গামাটি , জয়পুরহাট, পাবনা, নাটোর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী , ঠাকুরগাঁ, ঝিনাইদহ , নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে।সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। রিক্রুটমেন্ট পরিদপ্তর , বিমান বাহিনী সনদ দপ্তর , ঢাকা সেনানিবাস। বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫। www.joinbangladeshairforce.mil.bd
Leave a Reply