আঞ্জুমান মুফিদুল ইসলামে চাকুরীর সার্কুলার প্রকাশ

চাকুরীর খবর ডেস্কঃ আঞ্জুমান মুফিদুল ইসলামে  ডিউটি অফিসার এবং উপ-পরিচালক সেবা পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য নতুন চাকুরীর সার্কুলার প্রকাশ করা হয়েছে।আগ্রহীদের আগামী ০২ মে ২০২১ তারিখের মধ্য আবেদন পক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।আঞ্জুমান মুফিদুল ইসলামে আবেদন করার জন্য দরকারি সকল তথ্য নিচে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানের নামঃ আঞ্জুমান মুফিদুল ইসলাম

পদের নামঃ

১। ডিউটি অফিসার

২। উপ-পরিচালক সেবা

শিক্ষাগত যোগ্যতাঃ

১। ডিউটি অফিসারঃ কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমপর্যায়

২। উপ-পরিচালক সেবাঃ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ( লেফটেন্যান্ট কর্নেল / লেজর পর্যায়ের)

আবেদন করার পদ্ধতি এবং নিয়মাবলীঃ

১নং পদের জন্য বয়স ৩৫ বছর। আগ্রহী প্রার্থীর আগামী ০২/০৫/২০২১ খৃষ্টাব্দ তারিখের মধ্যে  পূণাঙ্গ  জীবন বৃত্তান্ত , সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদনপ্ত্র নির্বাহী    পরিচালক ,আঞ্জুমান মুফিদুল ইসলাম  বরাবরে ই-মেইলে (ই-মেইলে: [email protected] দাখিলের জন্য অনুরোধ করা হলে। ২নং পদের জন্য বয়স ৫০ বছর। আগ্রহী প্রার্থীর আগামী ০২/০৫/২০২১ খৃষ্টাব্দ তারিখের মধ্যে  পূণাঙ্গ  জীবন বৃত্তান্ত , সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদনপ্ত্র নির্বাহী    পরিচালক ,আঞ্জুমান মুফিদুল ইসলাম  বরাবরে ই-মেইলে (ই-মেইলে: [email protected] l দাখিলের জন্য অনুরোধ করা হলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *