বাংলাদেশ সেনাবাহিনীতে ৭৭তম ডিএসএসসি(এএমসি) পুরুষ/মহিলা নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে।আগ্রহীদের আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্য আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীতে ৭৭তম ডিএসএসসি(এএমসি) পদের জন্য আবেদনের বিস্তারিত তথ্য নিচে পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সেনাবাহিনী
প্রতিষ্ঠানের ওয়েবসাইটঃ joinbangladesharmy.army.mil.bd
জব লোকেশনঃ বাংলাদেশ এর যেকোনো স্থানে
পদের সংখ্যাঃ নিচের ছবি থেকে চাকুরীর সার্কুলার দেখুন
চাকুরীর ক্যাটেগরিঃ ডিফেন্স চাকুরী
কারা আবেদন করতে পারবেঃ নিচের ছবি থেকে চাকুরীর সার্কুলার দেখুন
বেতনঃ সরকারী বিধি মোতাবেক
আবেদন ফিঃ নিচের ছবি থেকে চাকুরীর সার্কুলার দেখুন
শিক্ষাগত যোগ্যতাঃ
(১) এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
(২) ২০২১ সালের ২০ মার্চ এর মধ্যে ইন্টার্ণশীপ সম্পন্নকারীগণও আবেদন করতে পারবেন। (সুত্রঃ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট)
আবেদন শুরুর তারিখঃ নিচের ছবি থেকে চাকুরীর সার্কুলার দেখুন
আবেদনের সর্বশেষ তারিখঃ ১৩ ফেব্রিয়ারি ২০২১
বয়সঃ ০১ জুলাই ২০২১ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
বৈবাহিক অবস্থাঃ
ক। পুরুষ: অবিবাহিত (০১ জুলাই ২০২১ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জুলাই ২০২১ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
(সুত্রঃ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট)
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
(সুত্রঃ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট) |