কম্পিউটার ডিলিট হওয়া ডাটা আসলে কোথায় যায়?সত্যি কি ডাটা ফিরিয়ে আনা সম্ভব?

আজকে আমি আপনাদের মাঝে যে আর্টিকেল নিয়ে এসেছে সেটি হল। কম্পিউটার থেকে কোন ফাইল বা ডাটা ডিলিট করলে সেটা আসলে কই যায়। সেটা কি সত্যি সত্যি হার্ড ড্রাইভ থেকে মুছে যায়? নাকি হার্ডড্রাইভের কোন অংশে স্টোর করা থাকে? আপনারা আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। তাহলে এরকম সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

আপনি কম্পিউটার থেকে কোন ডাটা ডিলিট করলে সেটা রিসাইকেল বিনে চলে যায়। আমার যখন আপনি রিসাইকেল বিন থেকে ডিলিট করেন তখন সেটা কই যায়? সেই ডাটা অবশ্যই আপনার সেই কম্পিউটারের মধ্যে থেকে যায়। কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা এগুলা থেকে যদি আপনি কোন ডাটা ডিলিট করেন। তাহলে সেই ডাটা গুলো সেখান থেকে যায়। এক কথায় বলা যায় যে আপনি কোন ডাটা ডিলিট করলে সেটা জাস্ট আপনার কাছ থেকে হাইড হয়ে যায়। আপনার কম্পিউটারের হার্ডড্রাইভ কে আপনি একটি বয়সে তুলনা করতে পারেন। মনে করেন হার্ড ড্রাইভের কোন ডাটা কে আপনি বইয়ের অধ্যায় সাথে তুলনা করতে পারেন। মানে সেই অধ্যায়টি আপনার কাছ থেকে হাইড হয়ে যাওয়া।

কেননা সেই অধ্যায়টি আপনার ফিজিক্যাল ভাবে সেই বইয়ের মধ্যই মজুদ থাকে। আপনার কম্পিউটারের যেকোনো ডাটা স্টার করেন না কেন হতে ডকুমেন্ট ফাইল। বা হোক কিংবা মিউজিক ফাইল। কম্পিউটারে যেকোন ফাইলকে বাইনালি সংখ্যা জিরো ওয়ান এর প্যটন আকারে সংরক্ষণ করে রাখে। যখন নতুন কোন ডাটা কম্পিউটারে সেভ করা হয় তখন নতুন আরেকটি প্যাটার্ন তৈরি হয়। সাধারণভাবে বলতে গেলে ধরুন আপনি একটি এ ওয়ার্ড এর ডকুমেন্ট সেভ করতে চান আপনার কম্পিউটার এর ভিতর। তারপর আপনার কম্পিউটার বাইনালি ডাটার আরেক প্যাটার্ন তৈরি করবে। এখন মনে করিনা আপনি সেই ফাইলটি ডিলিট করে দিবেন। তো ভাইটি ডিলিট করার পরও আপনার কম্পিউটারে সে ফাইলটি থেকে যাবে। কেননা আমি আগে বলছে যে কম্পিউটারের সকল ডাটা বাইনারি ডেটা আকারে সেভ করে থাকে। সেই ডাটা স্টোর করার জন্য যে পেটান কে তৈরি করেছিল কম্পিউটার। সেই পেটান থেকে যায়। যার কারণে শুধু আপনার ফাইলটি মাত্র আপনার কাছ থেকে হাইড হয়ে থাকবে। কিন্তু পুরোপুরি ভাবে আর সেই ফাইলটি ডিলিট হয় না।

এখনো অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যেমন। যেহেতু ওই ফালতু ডিলিট হয় তাহলে নতুন করে আবার হার্ডডিস্ক কেমনে করে ফাইল স্টোর করে। ওয়েল, এখন এটি সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত বলতেছি। ধরুন এখন আপনি বি অক্ষর স্টোর করতে চান। কিন্তু এখন বাইনালিতে একটু অন্যরকম করে পেটান তৈরি করবে। যাতে আগের প্যাটার্ন এর সাথে না মিলে যায়। এভাবে প্রতিটা অক্ষর চেঞ্জ হয়ে আবার নতুন ফাইল বা ডাটা সংরক্ষণ করে। এভাবে আস্তে আস্তে একটির ওপর আরেকটি বাইনারি ডেটা সংরক্ষণ করে। একটির পর আরেকটি সংরক্ষণ করার ফলে আগের ডাটাগুলো বাইনারি এটা থেকে মুছে যায়। আসলে এভাবেই বাইনারি ডেটা কাজ করে থাকে।

আশা করি আমার আর্টিকেলটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। নিয়মিত এরকম আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোন আর্টিকেল নিয়ে আসলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *